ভয়ঙ্কর ভূতের গল্প : হন্টেড ওয়েল | Horror Story in Bangla

Horror Story in Bangla: হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভায়াংকর ভূতের গল্প, ভৌতিক গল্প বাংলা পাঠ, বাংলা হরর গল্প যেটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, তো চলুন দেরি না করে বাংলায় শুরু করা যাক এই ভৌতিক গল্পের গল্প গল্পটি। 

Bengali Horror Story
Horror Story in Bengali

ভয়ঙ্কর ভূতের গল্প : হন্টেড ওয়েল | Horror Story in Bangla

রামপুর গ্রামের বেশিরভাগ মানুষ কৃষক ছিলেন যারা কৃষক ছিলেন। গ্রামে মাত্র দুটি কূপ ছিল... যার কাছ থেকে মানুষ পানি পেত... কিন্তু কিছুদিন পর ওই গ্রামের একটি কুয়ো সম্পূর্ণ শুকিয়ে যায়। এখন পুরো গ্রামের মানুষ পানির চাহিদা মেটাতে একটি মাত্র কূপের ওপর নির্ভরশীল ছিল।

অন্য একটি কূপ থেকে জল ভরার সময় মানুষের মধ্যে খবর ছড়িয়ে পড়ে যে ওই কুয়োতে কোনও ভয়ঙ্কর ভূত বাস করে। কারণ গ্রামের মানুষ যখন সেই কূপ থেকে জল ভরতেন, তখন তারা অনেক অদ্ভুত ও ভয়ঙ্কর শব্দ শুনতেন। চাষ করা কৃষকদের স্ত্রীরা ভয়ে ওই কুয়োর ধারেকাছেও যেতে নারাজ। কিছুক্ষণের মধ্যেই গোটা গ্রামে এই খবর ছড়িয়ে পড়ল যে কুয়োটি ভুতুড়ে... যে কারণে রাতে ওই ভুতুড়ে কুয়োর কাছে কেউ যেত না।

এরই মধ্যে গ্রামের একটি শিশু কোথাও নিখোঁজ হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরও যখন শিশুটির সন্ধান মেলেনি, তখন কেউ কেউ সাহস করে ওই ভুতুড়ে কুয়োয় শিশুটিকে দেখতে যান... সেখানে পৌঁছে লোকজন কুয়োর মধ্যে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পায়। এখন প্রথমত ওই কুয়োর জল নষ্ট হয়ে গেল এবং দ্বিতীয়ত হারিয়ে যাওয়া শিশুটি কীভাবে মারা গেল তা নিয়ে চিন্তিত গ্রামের সব মানুষ।

পুরো গ্রামের মানুষ মিলে নতুন একটি কূপ খননের চিন্তা করেন। কয়েকদিনের মধ্যেই সবাই মিলে নতুন একটি কূপ খনন করে সেখান থেকে পানি বের হতে শুরু করে। এখন পুরো গ্রামের লোকেরা সেই নতুন কূপ থেকে প্রতিদিন জল ভরত এবং সবাই সেই ভুতুড়ে কুয়োর দিকে যাওয়া বন্ধ করে দিয়েছিল... প্রবীণরা জ্ঞানী ছিলেন,,, তাই তারা সেই ভুতুড়ে কুয়োর কাছে যেতেন না, তবে বাচ্চারা মাঝে মাঝে খেলতে যেত।

একদিন সেই ভুতুড়ে কুয়োর কাছে কিছু বাচ্চা খেলা করছিল, হঠাৎ একটি শিশু কুয়োয় পড়ে গেল। তার চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে যান ভুতুড়ে কুয়োর কাছে। কুয়োর ভিতরে তাকিয়ে দেখেন শিশুটি মৃত। অন্য বাচ্চারা যখন ওই বাচ্চাটার সাথে খেলছিল, সবাই জিজ্ঞেস করলো, কি হয়েছে?

সব বাচ্চারা বলেছিল যে সে খেলতে গিয়ে কুয়োর জল দেখতে গিয়েছিল এবং হঠাৎ সেই কূপে পড়ে গিয়েছিল ...

এই ঘটনার পর গ্রামের সবাই এক বিখ্যাত তান্ত্রিককে ডেকে আনে। সেখানে আসার পর তান্ত্রিক অনেক মন্ত্র পড়ে শোনান, যা শুনে কুয়োর ভূত সবার সামনে চলে আসে। তান্ত্রিক তার জ্ঞান কাজে লাগিয়ে কুয়ো ছেড়ে অন্য কোথাও চলে গেল।

কিন্তু সেই ভূত তান্ত্রিকের কথা মানতে অস্বীকার করল।

তান্ত্রিক জিজ্ঞাসা করিল, "তুমি যাইতে চাচ্ছ না কেন?" আপনারা এখানে থেকে সন্তান হত্যা করছেন, তাই আপনাদের চলে যেতে হবে।

ভূত উত্তর দিল, "আমার পুরো পরিবার বহু বছর ধরে এই কুয়োতে বাস করছে... তাই এখান থেকে কিছুতেই যাব না। এই বলে ভূতটা আবার সেই কুয়োর ভিতরে চলে গেল।

এর পর তান্ত্রিক ঐ গ্রামের লোকেদের বলে, তোমরা সবাই মিলে এই কুয়োটার মুখ ঢেকে দাও... এতে করে এ ধরনের দুর্ঘটনা আর কখনো ঘটবে না।

এ কথা শুনে গ্রামের প্রধান তৎক্ষণাৎ সকল লোকজনকে নিয়ে সেই কূপ ঢেকে দেওয়ার কাজ শুরু করেন। পরদিন কূপের মুখে একটি জাল বসিয়ে পাকা ঢাকনা দিয়ে বালু ও সিমেন্ট দিয়ে পুরোপুরি ঢেকে দেওয়া হয়। এখন গ্রামের সবাই সুখে শান্তিতে থাকতে শুরু করেছে...  সেদিনের পর থেকে গ্রামে আর কোনো ঘটনা ঘটেনি এবং ভুতুড়ে কুয়োর ভয় থেকে মানুষ মুক্তি পেয়েছে .

KEYWORD ARE: bhayankar bhuter golpo, भूतिया कुआं, horror story in bangla, bhayankar bhuter golpo, Horror story bangla read, Bengali Horror Story, Horror Story in Bengali

গল্পের পাঠ - Moral Of The Story

এই গল্প থেকে আমরা যে শিক্ষাটি পাই তা হ'ল আমাদের কোনও সমস্যায় হাল ছেড়ে দেওয়া উচিত নয়। যেভাবেই হোক আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি।

Conclusion

বন্ধুরা আশা করি আজকের এই ভায়াঙ্কর ভূতের গল্প আপনাদের ভালো লেগেছে, এরকম আরো গল্প পড়তে আমাদের ব্লগের সাথে যুক্ত থাকুন, ধন্যবাদ 

RELATED POST🙏😍

ভূতের গল্প: ভূতের ভয়

ভূতের গল্প বাংলা:  হন্টেড রোড

ভুতুড়ে গাছের গল্প

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.