Bengali Horror Story: হ্যালো বন্ধুরা আজকের পোস্টে আপনাদের জন্য নিয়ে আসবো একটি ভৌতিক গল্প ভূতের ভয়, বাংলা ভৌতিক গল্প। আপনাদের অবশ্যই ভালো লাগবে, তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প
ভূতের গল্প: ভূতের ভয় | Bengali Horror Story
Bhuter Golpo Bangla |
ভূতের গল্প: ভূতের ভয় | Bengali Horror Story
রাজু ও তার কয়েকজন বন্ধু বিহারের রায়পুর গ্রামে থাকতেন। একদিন সেই সব বন্ধুদের মধ্যে একটা ভূতের ব্যাপার ছড়িয়ে পড়ল... এসময় রাজু বলেন, ভূতের ভুত বলে কিছু নেই, এসবই মনের ওয়াহাম... কিন্তু তার বন্ধুরা বলল, যদি তাই হয়, তাহলে আপনি কি আপনার বক্তব্য প্রমাণ করতে পারবেন যে আপনি ভূতকে মোটেও ভয় পান না। তিনি বললেন, হ্যাঁ, আমি ভূতকে মোটেও ভয় পাই না।
একই সঙ্গে গ্রামে শোনা যাচ্ছিল, পাশের শ্মশানে কিছু লোক ভূত দেখেছে। তখন রাজুর এক বন্ধু বলল যে ঠিক আছে যদি এমন হয় তাহলে তুমি রাতে গ্রামের শ্মশানে গিয়ে সেখানে গিয়ে পেরেক পুঁতে দাও... তারপর সকালে আমরা সবাই মিলে সেই পেরেক দেখতে আসবো... এমন অবস্থার পর রাজু গ্রামবাসী শ্মশানে চলে যান। রাতটা ছিল ভীষণ অন্ধকার,
কারণ সেদিনও ছিল অমাবস্যার,,, পথে হাঁটতে হাঁটতে রাজুর মনে নানা রকম ভূতের জিনিস দৌড়াদৌড়ি করতে লাগল। এবার তিনিও ভয় পেলেন... কিন্তু বন্ধুদের সামনে রসিকতা হবে ভেবে তিনি এগিয়ে যেতে থাকেন এবং শ্মশানে পৌঁছে যান।
শ্মশানে পৌঁছতেই রাজু পকেট থেকে হাতুড়ি বের করে সেখানে পেরেকটি পুঁতে মাটিতে পুঁতে দিতে শুরু করেন। রাজু খুব আস্তে আস্তে পেরেক মারছিল যাতে শব্দ বেশি না হয়। কিছুক্ষণ পর হঠাৎ তার মনে হলো কেউ তার বাজি ধরেছে... এসব ভাবতে গিয়ে তিনি খুব ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যান।
এরপর রাজুকে ধাওয়া করার সময় তার বন্ধুরা তাকে শ্মশান থেকে তুলে গ্রামে ফিরিয়ে আনে,,, দীর্ঘদিন শ্মশান রাজুর জ্ঞান না ফেরায়... তাই তাঁর গায়ে জল ছিটিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর রাজুর জ্ঞান ফিরে আসে এবং জানায়, শ্মশানে পেরেক পুঁতে দিয়ে ফেরার সময় কেউ একজন তার বাজি ধরতে শুরু করে। যার জেরে অজ্ঞান হয়ে যান তিনি।
বন্ধুরা রাজুকে বলেছিল যে কেউ তার শার্ট টানছিল না। রাজু অবাক হয়ে জিজ্ঞেস করল,,,, তাহলে কি হলো?
তখন তার বন্ধুরা তাকে জানায়, যে পেরেকটি সে মাটিতে পুঁতে রেখেছিল, সেই জামাটিও পুঁতে ফেলা হয়েছে। এজন্য আপনি ভেবেছিলেন কেউ আপনার শার্ট টেনে ধরছে... ভয়ে বিব্রত রাজু হাতজোড় করে বন্ধুদের কাছে ক্ষমা চাইল। কিন্তু তার সব বন্ধুরা মিলে তাকে ক্ষমা করে দেয় এবং তার খুব প্রশংসা করে।
KEYWORD ARE: Bengali Horror Story, Horror Story in Bengali, Bhuter Golpo Bangla
গল্প থেকে শিক্ষা: Moral Of The Story
আপনি যত বেশি ভয় পাবেন, তত বেশি ভয় আপনাকে ভয় দেখাবে।
Conclusion
আশা করি আমাদের আজকের ভূতের গল্প, বাংলায় ভৌতিক গল্প, ভায়াংকর ভূতের গল্প আপনাদের ভালো লেগেছে তো আপনারা সবাই যদি এই পোস্টটি পছন্দ করেন তাহলে অন্যদের সাথেও শেয়ার করবেন।
RELATED POST🙏😍